পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবশেষে নানা অনিয়ম অব্যবস্থাপনা রোধে নতুন হজ ও ওমরাহ লাইসেন্স ইস্যু বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান নতুন হজ ও ওমরাহ লাইসেন্স ইস্যুর কার্যক্রম বন্ধের নিদের্শ জারি করেছেন। এ নিদের্শনা জারির দরুন ধর্ম মন্ত্রণালয়ে জমাকৃত দেড়শতাধিক নতুন হজ ও ওমরাহ লাইসেন্স পাওয়ার আবেদন ফাইলবন্ধি হয়ে পড়লো। বর্তমানে প্রায় ১৪শ’ হজ ও ওমরাহ লাইসেন্স চলামান রয়েছে। এসব চলমান হজ ও ওমরাহ লাইসেন্সের কার্যক্রম যথারীতি চালু থাকবে। ধর্মমন্ত্রী’র পিএস ড. আবুল কালাম আজাদ ও এপিএস শফিকুল ইসলাম শফিক এ বিষয়টি নিশ্চিত করেছেন। হজ ও ওমরাহ নিয়ে দিন দিন নানা দুর্নীতি ও অনিয়মের সামাল দিতে হিমসিম খাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। গত হজ মৌসুমে হজ নিয়ে নানা অনিয়মের দরুন গত ২৮ নভেম্বর থেকে ২শ’ ৩০টি হজ এজেন্সি’র বিরুদ্ধে শুনানী নেয়া হচ্ছে। সউদী হজ মন্ত্রণালয়ও ২০১৭ সনের হজে নানা অনিয়মের দরুন ৪৩টি বাংলাদেশী হজ এজেন্সীকে শো’কজ করেছে। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মো: হাফিজ উদ্দিন রাতে এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, অভিযোগ আরো আসছে সেক্ষেত্রে অভিযুক্ত হজ এজেন্সি’র সংখ্যা আরো বাড়তে পারে। এক প্রশ্নের জবাবে যুগ্ন-সচিব (হজ) বলেন, নতুন হজ ও ওমরাহ লাইসেন্স ইস্যু বন্ধের বিষয়টি আমি অবগত নই। উপ-সচিব (হজ) শরাফত জামান বলেন, নতুন হজ ও ওমরাহ লাইসেন্স ইস্যু বন্ধের দিকনিদের্শনা এখনো হাতে পাইনি। তবে ধর্মমন্ত্রী এ ধরনের আদেশ দিতেই পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।