মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে বিক্রি হওয়া ম্যাগি নুডলস গুণগত মানের পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ফলে নুডলসটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে ইন্ডিয়াসহ এর তিন পরিবেশক ও দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যের শাজাহানপুর জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, ২০১৬ সালের নভেম্বর মাসে বাজার থেকে ম্যাগির নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার পর ম্যাগির নমুনায় অতিরিক্ত পরিমাণে ধুলিকণা পাওয়া যায়, যা মানব শরীরের জন্য ক্ষতিকর। তবে নেসলে দাবি করে, ম্যাগি নুডলসের নমুনাটি ২০১৫ সালে সংগ্রহ করা। সেটারই পরীক্ষা করা হয়েছে। ২০১৫ সালে নেসলেসহ অন্যান্য নুডলস প্রস্তুতকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ধরনের খাবারের জন্য একটি নির্দিষ্ট মানদন্ডের জন্য আবেদন করে। নেসলের দাবি, মানদন্ড নির্দিষ্ট করে দেয়ার পর সেটির ভিত্তিতেই বর্তমানে ম্যাগি নুডলস তৈরি করা হয়, যা ১০০ শতাংশ নিরাপদ। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মানহীন নুডলস বিক্রির জন্য উত্তরপ্রদেশের শাজাহানপুরের জেলা প্রশাসন নেসলেকে ৪৫ লাখ, তিন পরিবেশককে ১৫ লাখ ও দুজন বিক্রেতাকে ১১ লাখ রুপি জরিমানা করেছে। এনডিটিভি, পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।