Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুদানে মিলিশিয়া হামলায় ৪৩ জন নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দক্ষিণ সুদানের কেন্দ্রীয় জংলেই রাজ্যে একটি উপজাতীয় মিলিশিয়া বাহিনী হামলা চালিয়ে অন্তত ৪৩ জনকে হত্যা করেছে। দেশটিতে চলমান প্রতিশোধ চক্রের অংশ হিসেবে এ হত্যাকান্ড সংঘটিত হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গত বুধবার এ খবর জানায়। জংলেই তথ্যমন্ত্রী জোকাব আকেচ ডেং জানান, হামলাকারীরা ডুক পায়েল নামের একটি ছোট গ্রাম গিয়ে ২০ জন পুরুষ, ২২জন নারী ও এক শিশুকে হত্যা করে। এছাড়া আরও ১৯ জনকে আহত করে। মুরলি ও দিনকা বোর নামে দুটি উপজাতীয় গোষ্ঠীর মধ্যে চলা প্রতিশোধ হামলায় আগে গবাদিপশু ডাকাতি ও শিশু অপহরণের ঘটনা ঘটতো। আর এখন সরাসরি মানুষ হত্যা করা হচ্ছে। পাশের বোমা রাজ্যের তথ্যমন্ত্রী কুদুমোচ নিয়াকুরুনু জানান, সরকার অপরাধীদের ধরার চেষ্টা করছে। কিছু গ্রামে মুরলি যুবকরা হামলা চালিয়েছে। তার সরকার এ হামলার নিন্দা জানিয়েছে। হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য আক্রান্ত গ্রামগুলো ঘুরে দেখতে কমিশনার ও প্রতিনিধিও পাঠানো হয়েছে। দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বুধবার রয়টার্সকে জানিয়েছে, মানবাধিকার পর্যবেক্ষেণে ওই এলাকায় শান্তিরক্ষী টহলের ব্যবস্থা করা হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ