Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাগার সুন্দরী ডাকাত মায়ানা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ব্রাজিলের রিও ডি জেনিরোর নারীদের এক জেলখানায় স¤প্রতি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার নাম রাখা হয় টিবি গার্ল। প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জেতেন ডাকাতির অভিযোগে দোষী সাব্যস্ত মায়ানা রোজ আলভেস। অন্য পাঁচটা সুন্দরী প্রতিযোগিতার মতোই এ প্রতিযোগিতার আয়োজনে কোনো কমতি ছিল না। পার্থক্য শুধু পুরো আয়োজনটিই ছিল কারাগারের ভেতরে। ১০ জন নারী আসামি প্রতিযোগিতায় অংশ নেয়। ৪৪০ জন বন্দির মধ্যে মাত্র ১০ জন চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা কতটা আকর্ষণীয় সেটার পাশাপাশি তাদের আচার-আচরণ দেখেও বিচার করা হয়। তালাভেরা ব্রæসের কারাগারে বেশিরভাগ নারী মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। ব্রাজিলের আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৪ সালের মধ্যে এই কারাগারে নারীর সংখ্যা ৬০০ ভাগ বেড়েছে। প্রতি বছর এই কারাগারে এই সুন্দরী প্রতিযোগিতা হয়, প্রাত্যহিক রুটিনে কিছুটা পরিবর্তন আনতেই এই আয়োজন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ