নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চন্ডিকা হাতুরুসিংহে চলে যাওয়ার পর নতুন হাই প্রোফাইল কোচের খোঁজে এখন বিসিবি। বিপিএলে ব্যস্ত বোর্ড কবে নতুন কোচের নাম ঘোষণা করবে, সেই অপেক্ষা এখন সবার। তবে আগামী বোর্ড সভার পরপরই নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে বলে আভাষ দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, ‘যেহেতু আমাদের নির্বাচন হল, এরপর আমরা বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এখন হয়তো সময় চলে এসেছে। আমরা হয়তো সপ্তাহ খানেকের মধ্যে, মানে বোর্ড মিটিংয়ের পরপরই জানিয়ে দিবো। এই সিদ্ধান্তটা কিন্তু বোর্ড মিটিংয়েই হবে।’
ঘোষিত নাম অন্তর্বর্তীকালীন কোচের হবে নাকি স্থায়ী কোচের- সেটি পরিষ্কার নয় এখনও। তবে অন্তর্বর্তীকালীন কোচের দৌড়ে যে খালেদ মাহমুদ সুজন এগিয়ে আছেন, সেটাই বললেন আকরাম- ‘আমিও শুনছি আর কি, তবে অফিসিয়ালি না। উনি (খালেদ মাহমুদ সুজন) অনেকটা এগিয়ে আছে। যদি লোকাল কাউকে দিয়ে করতে হয় তবে সুজনই আমাদের বেস্ট চয়েজ।’
এদিকে সদ্য ‘সাবেক’ কোচ হাতুরুসিংহে আর ঢাকা আসবেন বলে মনে হচ্ছে না তার, ‘কোন রিপোর্ট আমরা পাইনি। তার আসার কথা ছিল, তবে আমার মনে হয় না তিনি আর আসবেন। আমাদের ধরে নিতে হবে, ও (হাতুরু) আমাদের সাথে থাকবে না। আমরা চেষ্টা করবো, ভালো কোচ এনে বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে।’ স্থায়ী কোচ হলে সেক্ষেত্রে কেমন পছন্দ বিসিবির, এশিয়ান নাকি এশিয়ার বাইরের কেউ- জানতে চাইলে আকরাম বলেন, ‘এটা এখন নির্ভর করছে কী ধরনের তালিকা আমরা পাই। আমরা বিজ্ঞপ্তি দিবো। সেখান থেকে যাদের নাম আসে। আগে একটা বিষয় ছিল- হাতুরু আসার আগে অনেক অস্ট্রেলিয়ান বা বিদেশি কোচ এসেই চুক্তি শেষ হওয়ার আগে চলে যেত। এটা দলের উপর যথেষ্ট প্রভাব ফেলতো। এসব বিবেচনা করেই এশিয়াতে চেষ্টা করেছিলাম। এশিয়ার হলে ভালো হয়। কারণ কালচারের সাথে মিলবে। আমরা চেষ্টা করবো, এশিয়ান যদি ভালো কেউ।’
নতুন কোচ এলে কোচিং স্টাফের পুরনো সদস্যরা বহাল থাকবেন কি না, এই বিষয়ে আকরাম খান বলেন, ‘এটা কিন্তু নির্ভর করে যে হেড কোচ হয় তার উপর। ওর পছন্দ আর অপছন্দের একটা ব্যাপার আছে। ওর অনেক প্ল্যান থাকে। আসলে এগুলা প্রধান কোচের সিদ্ধান্তেই হয়। নতুন কোচ যদি এদের নিয়ে খুশি থাকে তবে এটাকে কন্টিনিউ করবো। আর যদি নতুন ভালো কাউকে চায় তবে সেটাই করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।