নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের আজ থেকে শুরু হচ্ছে ২য় জাতীয় ও আমন্ত্রণমূলক মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দিন। এসময় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নুরুউদ্দিন চৌধুরী নয়ন। দু’দিন ব্যাপী এ আসর শেষে হবে আগামীকাল। মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্দ্যেগে, চট্টগ্রাম সিটি মেয়রের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। সার্বিক সহযোগিতায় থাকছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন।
মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চট্টগ্রাম মাতাতে আসছেন দেশের সাবেক তারকা অ্যাথলেটরা। এ আসরে ট্র্যাক মাতাবেন সাবেক দ্রæততম মানবী মাহমুদা, ফিরোজা, রেহানা ও লাভলী। ২০০ মিটারের স্বর্ণ জয়ী রাফেজা ও শহিদুল ইসলাম। ৪০০ মিটারে বিপ্লব ভুইয়া। দশ হাজার মিটার দৌড়ের সাবেক জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত অ্যাথলেট হাবিলদার মোস্তাক আহমেদ, মহিউদ্দিন আহমেদ মোস্তাক ও ইলিয়াস।
থ্রোয়ার- মন্তাজ মোল্লা, জেকব, দুলাল চন্দ্র সরকার, সালেহ আহমেদ মজুমদার, হাফিজুর রহমান, মোজাফ্ফর হোসেন, কবির হোসেন, সেতারা বেগম, আসমা ইয়াসমিন, নেলী জেসমিন, জোসনা আক্তার, জোসনা আফরোজ, প্রথম মাস্টার্স অ্যাথলেটিক্সের স্বর্ণ জয়ী সাবেক তারকা ফুটবলার শেখ মো: আসলাম ও অ্যাথলেট কাম ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চনসহ আরও অনেকে। তাদের সঙ্গে থাকছেন কোলকাতার ৬০জন সাবেক অ্যাথলেট। আগামীকাল সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।