নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এদিকে ম্যানচেস্টার সিটি, ওদিকে প্যাসির সেইন্ট জার্মই (পিএসজি)। দুটি দলের পাশে ‘অপ্রতিরোধ্য’ শব্দটা জুড়ে দিলে একটু বেমানান হবে না। মৌসুমের এক তৃতীয়াশং সময় পেরিয়ে গেলেও তাদের নামের পাশে যে এখনো বসেনি ‘পরাজয়’ শব্দটি। পয়েন্ট টেবিলের দিকে তাকালে প্রভাবটা স্পষ্টভাবে চোখে পড়বে। প্রিমিয়ার লিগে পরিষ্কার আট পয়েন্ট এগিয়ে পেপ গার্দিওলার সিটি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১০ পয়েন্টে এগিয়ে প্রতাপের সঙ্গে এগিয়ে চলেছে উনাই এমেরির পিএসজি।
প্রিমিয়ার লিগে এদিন সিটির জয়টি ছিল টানা ১২তম। যা ক্লাব রেকর্ডে স্থান করে নিয়েছে। তবে ঘরের মাঠ ইতিহাদে দিনটি তাদের জন্য সহজ ছিল না। পয়েন্ট হারানোর শঙ্কা কাটিয়ে যোগ করা সময়েরও শেষ মুহূর্তে রেইম স্টার্লিংয়ের কল্যাণে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। সাউদাম্পটনের বিপক্ষে তাদের জয়টি ছিল ২-১ গোলের।
প্রথম গোলটিও ছিল ভাগ্য প্রসুত। কেভিনো ডি ব্রæইনের ফ্রি-কিক সেইন্ট ডিফেন্ডার ভার্গিল ভ্যান ডিকের গায়ে লেগে বল জালে জড়ায়। ৭৫তম মিনিটে স্কোলাইনে সমতা আনে সফরকারীরা। এর আগে পরে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়িয়েও জালের দেখা পাচ্ছিল না সিটি। কিন্তু শেষ পর্যন্ত স্টার্লিংয়ের কল্যাণে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশি-নীলরা।
একই রাতে চেলসি ও আর্সেনালও জয় পাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষ চারে কোন পরিবর্তন আসেনি। তবে টটেনহ্যাম হটস্পারকে টপকে পাঁচে উঠে এসেছে লিভারপুল। মোহাম্দে সালেহর জোড়া গোলে এদিন স্টোক সিটিকে ৩-০ গোলে হারায় ইয়ূর্গুন ক্লপের দল। অপর গোলটি ছিল সাদিও মানের।
একই রাতে হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল। গানারদের হয়ে জোড়া গোল করেন অলিভার জিরুদ, একটি করে লেকাজেত্তা, অ্যালিক্সেস সানচেস ও মেসুত ওজিল। লিগ ম্যাচে ঘরের মাঠে টানা সপ্তম জয়ের পর ওজিলকে ‘ফাইটার’ নামে আখ্যায়িত করেন কোচ আর্সেন ওয়েঙ্গার। একটি গোল ছাড়াও দুটি গোলে অবদান ছিল জার্মান মিডফিল্ডারের।
তবে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দল সোয়ানসি সিটিকে হারাতে বেগ পেতে হয়েছে চেলসিকে। তাও আবার ঘরের মাঠ ওল্ড ট্রফোর্ডে। আধিপত্য বিস্তার করেও একমাত্র গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৫৫ মিনিট পর্যন্ত। গোলটিও আসে কোন স্ট্রাইকারের কল্যাণে নয়, জার্মান ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিজারে সুবাদে। প্রিমিয়ার লিগে এটি তার প্রথম গোল।
এমনিতেই ভালো খেলেও জালের দেখা পাচ্ছিল না চেলসি। এরপর নিশ্চিত একটি কর্ণার থেকে তাদের বঞ্চিত করা হয়। যা একদম মেনে নিতে পারেননি অ্যান্তেনিও কোন্তে। ইতালিয়ান তর্কে জড়িয়ে পড়েন রেফারির সঙ্গে। দÐস্বরুপ দ্বিতীয়ার্ধের পুরোটা সময় তাকে কাটাতে হয় ড্রেসিংরুমে।
ওদিকে লিগ ওয়ানেও পিএসজিকে জয় পেতে ঘাম ছুটাতে হয়েছে। ঘরের মাঠে ট্রয়েসের বিপক্ষে ২-০ গোলের স্কোরলাইন মোটেও অনায়াস জয় ছিল না। দুই গোলই আসে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে এডিনসন কাভানি পেনাল্টি শট ফিরিয়ে দেন ট্রয়েস গোলরক্ষক মামাদো সামাসা। ৭৩তম মিনিটে নেইমারের কল্যানে প্রতিপক্ষের জাল আবিষ্কার করে পিএসজি। লিগে ব্রাজিলিয়ান তারকার এটি অষ্টম গোল। যোগ করা সময়ে লিগের ১৭তম গোলের মাধ্যমে ব্যবধান বাড়ান কাভানি।
একই রাতে লুকাস লিমার ৯২তম মিনিটের একমাত্র গোলে মোনাকোকে হারায় ক্লাদিও রেনিয়েরির নঁতে। যার দরুণ ফলে পয়েন্ট তালিকার চারে নেমে যেতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। সেই সুবাদে পিএসজিও এগিয়ে গেছে পরিষ্কার ১০ পয়েন্টে। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। দুইয়ে উঠে আসা মার্শেইয়ের পয়েন্ট ৩১। মোনাকোর সমান ২৯ পয়েন্ট নিয়ে তিনে লিঁও।
এক নজরে ফল
ফ্রেঞ্চ লিগ ওয়ান
গুইঁগাম্প ০ : ০ মঁপেলিয়ে
মেৎজ ০ : ৩ মার্শেই
নঁতে ১ : ০ মোনাকো
পিএসজি ২ : ০ ট্রায়োস
অঁজার ১ : ২ রেঁনি
লিঁও ১ : ২ লিলি
প্রিমিয়ার লিগ
আর্সেনাল ৫ : ০ হাডাসফিল্ড
বোর্নমাউথ ১ : ২ বার্নলি
চেলসি ১ : ০ সোয়ানসি
এভারটন ৪ : ০ ওয়েস্ট ব্রæম
ম্যান সিটি ২ : ১ সাউদাম্পটন
স্টোক ০ : ৩ লিভারপুল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।