রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
শিশু আইনের ৭০ ধারার অপরাধে গ্রেফতারকৃত শিক্ষককে সাময়িক বরখাস্তের পরিবর্তে ছুটি প্রদান করলেন আমতলী ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কোনো সরকারি শিক্ষক অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পুলিশ কর্তৃক গ্রেফতার বা জেলহাজতে গেলে উপজেলা শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর যথাযথ রিপোর্ট প্রেরণ করবেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা ওই রিপোর্টের প্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িক বরখাস্ত করবেন। কিন্তু আড়পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া (৩২) শিশু আইনের ৭০ ধারায় গত ৪ ফেবব্রুয়ারি পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে হাজতে গেলেও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাকে মেডিক্যাল ছুটি প্রদান করেন। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সকালে সহকারী শিক্ষক তানিয়া তার বাসার কাজের মেয়ে কারিমাকে (৮) শারীরিক নির্যাতন করে মুখে আগুনের ছ্যাঁকা দিলে পুলিশ সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে আমতলী থানায় শিশু আইনে মামলা দায়ের করে। এ ব্যাপারে আমতলী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলামের সাথে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমি তার বিরুদ্ধে কাগজপত্র জেলা শিক্ষা কর্মকর্তার নিকট পাঠাইছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।