Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীকাল থেকে মাস্টার্স অ্যাথলেটিকস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী দ্বিতীয় জাতীয় মাস্টার্স ও আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস প্রতিযোগিতা। সকাল নয়টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি থাকবেন আয়োজক সংস্থা বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক এসোসিয়েশনের সভাপতি নূর উদ্দিন চৌধুরী। পরদিন বিকেল চারটায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবির এবং সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।
মোট ১২৫টি ইভেন্টে ৩৫ থেকে ৭০ বছর বয়সী পুরুষ ও মহিলা অ্যাথলেট ও বিচারকসহ মোট ৩০০ জন অংশগ্রহণ করবেন। এরমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৬০ জনের একটি দল অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বাহিনী, বিশ্ববিদ্যালয়, বিজিএমসি, ডাক ও টেলিযোগাযোগ, কাস্টমস ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিযোগিও অংশ নেবেন। প্রতিযোগিতায় সর্বমোট ১০ লাখ ৭৫ হাজার ৬০০ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। পুরো টাকাই দেবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল সিজেকেএসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস সহ-সভাপতি ও প্রতিযোগিতার অর্গানাইজিং সেক্রেটারী মোজাম্মেল হক। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ