Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ ও তিতাস যুগ্ন-চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ক্রনী গ্রæপ প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে যুগ্ন-চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও তিতাস ক্লাব। গতকাল ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩-২ সেটে তিতাস ক্লাবকে হারায়। কিন্তু লিগ টেবিলে দু’টি ক্লাবেরই পয়েন্ট সমান হওয়া দু’দলকেই যুগ্ন-চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এই জয়ে তিতাস ক্লাবের শিরোপা অক্ষুণœ থাকলো। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেরও শিরোপা পুনরুদ্ধার হলো। লিগে রানার্স-আপ হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং তৃতীয় স্থান অধিকার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে একই দিনে দ্বিতীয় বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) শেষ খেলায় ৩-০ সেটে বনানী নবারুন সংঘকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় ফেডারেশনের সভাপতি মো. আতিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মঈনুল হোসেন বিপ্লব ও সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।
টেনিসের ফাইনালে বিকেএসপি
স্পোর্টস রিপোর্টার : এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতার বালক একক ও দ্বৈতের আজকের ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। গতকাল বিকেএসপি টেনিস গ্রাউন্ডে আসরের তৃতীয় দিন বালক দ্বৈতের সেমিফাইনালে রোম্মান ও ফরহাদ জুটি স্বদেশী ইমন ও রঞ্জিত জুটিকে ৬-৭ (৫), ৬-১ ও ১০-৭ সেটে এবং বিকেএসপি’র উৎস ও রাকিব স্বদেশী সোহেল ও শাওনকে ০-৬, ৬-৩ ও ১০-৮ সেটে হারিয়ে ফাইনালে ওঠে। বালক এককে বিকেএসপির রোমান স্বদেশী সোহেলকে ৬-০ ও ৬-২ সেটে এবং রাকিব স্বদেশী ইমনকে ৬-০ ও ৬-২ সেটে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অপরদিকে বালিকা দ্বৈতের ফাইনালে দক্ষিণি কোরিয়ার জিত চুই ও ইয়ং রিউ জুটি ৬-০ ও ৬-০ সেটে বিকেএসপি’র জেরিন সুলতনা জলি ও রিনভী আক্তার তৃপ্তি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা এককে দক্ষিণ কোরিয়ার জি উ চুই ও ফান জি জাং ফাইনালে উঠেছেন । টুর্নামেন্টে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ৩০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ