Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পরমাণু সমঝোতা ভেঙে পড়ার উপক্রম : ল্যাভরভ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের এক বৈঠকে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। ল্যাভরভ বলেন, আমরা যেসব গুরুত্বপূর্ণ চুক্তিকে বহুপাক্ষিক গঠনমূলক সহযোগিতার আদর্শ হিসেবে মনে করি বিশেষ করে ইরানের পরমাণু সমঝোতা, তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩ নভেম্বর ইরানের পরমাণু সমঝোতাকে ‘ত্রæটিপূর্ণ’ হিসেবে অভিহিত করে বলেন, এটি সংশোধন করা না হলে তিনি যুক্তরাষ্ট্রকে এই সমঝোতা থেকে বের করে নেবেন। ইউরোপীয় ইউনিয়নসহ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করে। এমনকি বিভিন্ন মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞও প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যকে অপরিপক্ব বলে বর্ণনা করেন। এর আগে ট্রাম্প গত ১৩ অক্টোবর ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে কি না তা প্রত্যয়ন করতে অস্বীকৃতি জানান; যদিও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তখন পর্যন্ত ৮টি প্রতিবেদনে বলেছিল, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। ইউরোপীয় ইউনিয়নসহ অন্য সব দেশ বলছে, ইরানের পরমাণু সমঝোতা
একটি পূর্ণাঙ্গ চুক্তি এবং এটি সংশোধন করা তো দূরের কথা এ সমঝোতা নিয়ে আবার আলোচনা করারও সুযোগ নেই। আরটি,তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ