Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামনগরে ১০৮ ভোট কেন্দ্রের ৯০টি ঝুঁকিপূর্ণ

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : আজ ২২ মার্চ শ্যামনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১২টি ইউপিতে ১০৮টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১,২২,৭৫৮ জন নারী ও ১,২২,৮৮৬ জন পুরুষসহ মোট ২,৪৫,৬৪৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। শ্যামনগর থানার এস আই নাজমুল জানান, উপজেলার ১০৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৯০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইউনিয়ন অনুযায়ী ভূরুলিয়া ইউপির ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি, কাশিমাড়ী ৯টির মধ্যে ৭টি, শ্যামনগর ৯টির মধ্যে ৭টি, নুরনগর ৯টির মধ্যে ৭টি, কৈখালী ৯টির মধ্যে ৮টি, রমজাননগর ৯টির মধ্যে ৯টি, মুন্সিগঞ্জে ৯টির মধ্যে ৭টি, ঈশ্বরীপুর ৯টির মধ্যে ৭টি, বুড়িগোয়ালিনী ৯টির মধ্যে ৭টি, আটুলিয়ায় ৯টির মধ্যে ৮টি, পদ্মপুকুর ৯টির মধ্যে ৯টির মধ্যে ৭টি ও গাবুরা ইউপিতে ৯টি কেন্দ্রের মধ্যে ৯টি ঝুঁকিপূর্ণ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এনামুল বলেন, প্রত্যেকটি কেন্দ্রে অধিক নিরাপত্তার ব্যবস্থা থাকছে। উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট্রের সমন্বয়ে ৬ জন ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্যামনগরে ১০৮ ভোট কেন্দ্রের ৯০টি ঝুঁকিপূর্ণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ