রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক
৪ বছরের ফুটফুটে শিশু ফারহাবী। যে বয়সে খেলাধুলা ও দুষ্টুমিতে মেতে থাকার কথা। সে বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে যন্ত্রণায় চটফট করছে। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ডাঃ আফিকুল ইসলামের অধিনে চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ফারহাবী জটিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তাকে সুস্থ করতে দীর্ঘমেয়াদি চিকিৎসা জরুরি, এতে দেশে বিভিন্ন থেরাপিতে প্রায় ৭/৮ লাখ টাকার প্রয়োজন, আর বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩০ লাখ টাকা দরকার। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তাড়াইল গ্রামের দরিদ্র মো. কামরুজ্জামানের মেয়ে ফারহাবী। পরিবার পরিজন নিয়ে সংসার চালাতেই ফারহাবীর বাবাকে নিয়মিত হিমসিম খেতে হয়। তার ওপর দীর্ঘদিন মেয়ে অসুস্থ। নিকট আত্মীয় ও প্রতিবেশীর কাছে ধারদেনা করে এতদিন চিকিৎসা চালিয়ে আসছেন। ফারহাবীর বাবার পক্ষে আর মেয়ের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট একমাত্র মেয়ের চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা-
মো. কামরুজ্জামান,
হিসাব নং-১০৫১০১১২৩৪০৬
ডাচ বাংলা ব্যাংক লিঃ
মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখা, ঢাকা।
মোবাইল- ০১৯২৩-৩০৩৮৯৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।