Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কা সিরিজেই মাশরাফিদের ‘হাই প্রোফাইল’ কোচ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চন্ডিকা হাতুরুসিংহের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনও সম্পর্ক ছিন্ন হয়নি। তবে অবস্থাদৃষ্টে কেবল আনুষ্ঠানিকতা বাকি। বাংলাদেশের ক্রিকেটে হাতুরুসিংহে অধ্যায় শেষ, এটা মোটামুটি মেনেই নিয়েছে বিসিবি। চলছে ‘হাই প্রোফাইল’ একজন নতুন কোচের সন্ধান। গত দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠান বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। সফর শেষের পর থেকেই তার ফেরার অপেক্ষায় আছে বোর্ড। তবে হাতুরুসিংহে ফেরেননি। লঙ্কান গণমাধ্যমের খবর, বাংলাদেশ কোচ দায়িত্ব নিতে যাচ্ছেন শ্রীলঙ্কার।
হাতুরুসিংহের মনোভাব বুঝতে পেরে নতুন কোচ খোঁজা শুরু করেছে বিসিবি। প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, কেমন কোচ চায় বোর্ড, ‘বাংলাদেশ দলের জন্য হাই প্রোফাইল কোচ আনার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। ক্রিকেটে বিশ্বে হাই প্রোফাইল কোচদের সবসময় পাওয়া যায় না। এখন যাদের পাওয়া যাচ্ছে, তাদের মধ্য থেকেই একজনকে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব দেয়ার চেষ্টা করছি।’
‘হাই প্রোফাইল’ মানে কেমন, সেটির একটি ধারণাও দিলেন বিসিবির প্রধান নির্বাহী, ‘হাই প্রোফাইল মানে, আমরা সব কিছু মিলে দেখতে চাচ্ছি। যেহেতু আমাদের হাতুরুসিংহের মত কোচের সাথে কাজের অভিজ্ঞতা আছে। তার পদ্ধতি, টেকনিক এসব আমরা জেনেছি। তাই ওরকম কোচকেই আমরা হাই প্রোফাইল হিসেবে বিবেচনা করব। সেটা হতে পারে বড় কোনো নাম। তবে বড় নামের চেয়ে আমরা প্রোফাইলের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছি। কোচিং ক্যারিয়ারের প্রতি আমাদের আগ্রহটা বেশি।’
জানুয়ারির প্রথম সপ্তাহেই আবার শুরু হয়ে যাবে জাতীয় দলের ব্যস্ত সময়। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজও আছে শ্রীলঙ্কার বিপক্ষে। বিসিবি চেষ্টা করছে, শ্রীলঙ্কা সিরিজের আগেই নতুন কোচকে আনতে, ‘বোর্ড সভাপতি বলেছেন যদি আমরা শ্রীলঙ্কা সিরিজের আগে বিদেশি কোচ না পাই, তাহলে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিতে হবে। এরপরেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যেন শ্রীলঙ্কা সিরিজের আগেই একজনকে জাতীয় দলের দায়িত্ব দিতে পারি।’



 

Show all comments
  • Kabir Hussain ২৯ নভেম্বর, ২০১৭, ১০:৫২ এএম says : 0
    very good news
    Total Reply(0) Reply
  • Nasir ২৯ নভেম্বর, ২০১৭, ৭:৪৩ পিএম says : 0
    akhon Bangladesh team er jonno akjon valo lok dorker
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ