Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরিয়ানদের জয়-জয়াকার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের পদকের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন দক্ষিণ কোরিয়ার আরচ্যাররা। কোরিয়ান তীরন্দাজদের জয়-জয়কারেই কেটেছে আসরের চতুর্থ দিনটি। অন্যদিকে টুর্নামেন্টের শেষ আটে জায়গা পেয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের আরচ্যার আবুল কাশেম মামুন। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের কম্পাউন্ড মিশ্র দ্বৈতে কোরিয়ার কিম জংহো ও সো চায়েউন জুটি ১৫৭-১৫৩ স্কোর করে ভারতের জয়তি ভেন্নাম ও অভিষেক বার্মা জুটিকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়। এই ইভেন্টে চাইনিজ তাইপেকে ১৫১-১৫৫ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জপদক পায় কাজাখস্তান। রিকার্ভ মিশ্র দ্বৈতেরও স্বর্ণপদক গেছে কোরিয়ানদের দখলে। এই ইভেন্টের ফাইনালে কোরিয়ার কিম জংহো ও কয় মিনসিউন জুটি ৬-২ সেটে জাপানের কুবারা চিনাতসু ও হিরোকি মুতো জুটিকে হারিয়ে সোনা জিতে নেয়। আর ব্রোঞ্জ জিতে ভিয়েতনাম। কম্পাউন্ড মহিলা ব্যক্তিগত ইভেন্টে দক্ষিণ কোরিয়ার সং ইয়ং সো ১৪৭-১৩৯ পয়েন্টে বাংলাদেশের সুস্মিতা বণিককে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন।
একই ভেন্যুতে কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে চমক দেখান বাংলাদেশ আনসারের আরচ্যার আবুল কাশেম মামুন। র‌্যাংকিং রাউন্ডে সপ্তমস্থানে থাকা কিরগিজস্তানের কারাবাইয়েভকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন তিনি। শেষ আট নিশ্চিত করতে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে মামুনকে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে (১৪৬/১৪৫) কারাবাইয়েভকে হারান লাল-সবুজের এই তীরন্দাজ। মামুন দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপের ওয়েং ইকে হারান। ১৫০ পয়েন্টের মধ্যে ১৪৯ করেন তিনি। বাংলাদেশ কোচ নিশীথ দাস মামুনের স্কোরিংয়ে খুবই খুশী। খেলা শেষে তিনি বলেন, ‘কম্পাউন্ডে মামুন আমাদের অন্যতম সেরা আরচ্যার। ১৫০ এর মধ্যে ১৪৯ অবশ্যই বিশ্ব মানের স্কোর। বিশ্বের সেরা আরচ্যাররা এমন স্কোর করে থাকেন। মামুন শেষ আটে উঠে নিজের যোগ্যতা প্রমাণ করেছে।’
দ্বিতীয় রাউন্ডে ১৪৯ ও কোয়ার্টার ফাইনালে উঠার পর বেশ উচ্ছ¡াসিত মামুন। তার কথা, ‘অনুশীলনে আমার স্কোর সাধারণত ১৪৫ হয়। ১৪৯ স্কোর করেছিলাম একবার। আন্তর্জাতিক আসরে ১৪৯ করতে পেরে খুব ভালো লাগছে। এজন্য কোচের অবদান অনেক।’ মামুন আরও বলেন, ‘আমার স্কোর জেনে আনসারের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন আমাকে অভিনন্দন জানিয়েছেন। ক্রীড়া অফিসার রায়হান ফকিরের মাধ্যমে মহাপরিচালক আমাকে আনসারে উচ্চ পদস্থ পদে চাকরির আশ্বাসও দিয়েছেন।’ আজ কোয়ার্টার ফাইনালে মামুনের প্রতিপক্ষ র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের অভিষেক বার্মা। তবে শেষ আটে অভিষেককে পেয়ে বিচলিত নন স্বাগতিক দলের এই আরচ্যার। তিনি বলেন, ‘সাত নম্বর র‌্যাংকিংধারীকে হারিয়েছি। নিজের সেরা স্কোরিং ও ভাগ্যের সহায়তা থাকলে কোয়ার্টার ফাইনালেও জয়লাভের আশা করছি।’
কিন্তু মামুনের ব্যক্তিগত সাফল্যের দিন ব্যর্থ হয়েছেন স্বাগতিক দল তথা আনসারের আরেক আরচ্যার রুমান সানা। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে রুমানকে নিয়েই প্রত্যাশা ছিল সব চাইতে বেশি। কিন্তু শেষ ষোলো থেকেই তাকে বিদায় নিতে হয়েছে। চতুর্থ রাউন্ডে রুমান সানা তাইপের লি ইয়েন ইয়ুর কাছে ৬-৪ সেটে হারেন। ব্যক্তিগত ইভেন্টে বিদায়ের পর দেশের কৃতি আরচ্যার রুমান বলেন, ‘আমি শেষ তিন শটে ২৭ করেছিলাম। প্রতিপক্ষ ৩০ স্কোরের মধ্যে করেছে ৩০। আরচ্যারিতে স্কোরিংয়ের পাশাপাশি ভাগ্যেরও প্রয়োজন আছে। আজ (কাল) ভাগ্য আমার সহায় ছিল না। তাই দেশকে সাফল্য এনে দিতে পারলাম না।’ রিকার্ভ ইভেন্টে শেষ আটে পৌছতে পারেননি তামিমুল ইসলামও। আজ রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে দলগত বিভাগে শেষ আটে লড়বে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ