Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিয়ের ছুটিতে’ বিরাট!

ওয়ানডে সিরিজে অধিনায়ক রোহিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কদিন আগেই বলেছিলেন, ‘আমি রোবট নই, আমারও বিশ্রাম লাগে।’ কাক্সিক্ষত সেই বিশ্রাম পেলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারত অধিনায়ক থাকবেন মাঠের বাইরে। তার জায়গায় নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
দীর্ঘদিনের বান্ধবী আনুশকা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন কোহলি। ডিসেম্বরে বিয়ের সময় নির্ধারিত করা হয়েছে বলে গুজব রয়েছে। সেটিকে সত্য প্রমাণ করতেই যেন ওয়ানডেতে খেলা থেকে অব্যাহতি দেওয়া হলো কোহলিকে। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কোহলি-আনুশকা জুটি।
বিসিসিআইয়ের এক বার্তায় এ খবর জানানো হয়েছে। ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নেওয়ায় ফর্মে থাকা ওপেনার রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রোহিতের। গত জুলাই-অগাষ্টে শ্রীলঙ্কা সফরে আজিঙ্ক্যা রাহানেকে সরিয়ে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছিল রোহিতকে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে নেতৃত্বে দেননি রোহিত। তবে আইপিএলে সাফল্যের সঙ্গে নেতৃত্বে দিচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে।
দলে নতুন মুখ দুটি। টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও সুযোগ পেয়েছেন শ্রেয়াস আইয়ার, যাকে মনে করা হচ্ছে ভারতীয় ব্যাটিংয়ের আগামীর ভরসা। পেসার সিদ্ধার্থ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পর ভালো করেছেন ভারত ‘এ’ দলেও।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে থাকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া থাকছেন ওয়ানডে দলে। থাকছেন ব্যক্তিগত কারণে নাগপুর টেস্টে না খেলা শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমারও। ১০ ডিসেম্বর ধর্মশালার ম্যাচ দিয়ে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
ভারতের ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ