Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

তদন্তের মুখে চীনা সামরিক কর্মকর্তার আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চীনের এক সাবেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পর তিনি আত্মহত্যা করেছেন। চীনের প্রভাবশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সদস্য ঝ্যাং ২৩ নভেম্বর নিজ বাড়িতে আত্মহত্যা করেন বলে সিনহুয়া জানিয়েছে। দুর্নীতির দায়ে অভিযুক্ত সামরিক কর্মকর্তা গুয়ো বক্সিয়ং ও জু কাইহউয়ের সঙ্গে ঝ্যাং-এর সংযোগ ছিল কি না তা নিয়ে তদন্ত করছিল কর্তৃপক্ষ, তদন্ত চলার মধ্যেই আত্মহত্যার এ ঘটনা ঘটল। গত কয়েক বছর ধরে চীনে অসংখ্য ব্যবসায়ী ও শীর্ষ সরকারি কর্মকর্তা দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন, দুর্নীতির অভিযোগে তাদের বিচার চলছে। শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হওয়ার
পর দুর্নীতিবিরোধী বড় ধরনের অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন। এরই
ধারাবাহিকায় রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী এই অভিযান। সিনহুয়া, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ