মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, যুক্তরাষ্ট্র প্রশাসনের উচিত হবে আফগানিস্তানে তাদের কৌশলগত ব্যর্থতাকে স্বীকার করে নেয়া। আফগানিস্তানে যুদ্ধ ও প্রতিদ্ব›িদ্বতা চালিয়ে যাওয়ার পরিবর্তে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারেও তাদেরকে মনোযোগী হতে হবে। স্পুটনিক পত্রিকার সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শুরুতে যখন রাশিয়া ও অন্যান্য প্রতিবেশী দেশ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বিরোধী অপারেশনকে সমর্থন করেছিল শুধু তখনই যুক্তরাষ্ট্রের উপস্থিতি আমাদের জন্য উপকারী ছিল। কিন্তু এখন তাদের উপস্থিতির কারণে আমাদেরকে ক্রমাগতভাবে নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, পরবর্তীতে রাশিয়া এই সন্ত্রাসী বিরোধী অপারেশনের সত্যিকার উদ্দেশ্য এবং সন্ত্রাস মোকাবিলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাবের প্রতি সন্দিহান হয়ে ওঠে। রাশিয়ার সন্দেহই সঠিক। তাই যুক্তরাষ্ট্রের উচিত তার কৌশলের ব্যর্থতা স্বীকার করে নেয়া। যদি তারা ভুল স্বীকার করে তাহলে জনগণকে বলতে পারবে কেন এই ভুল
হয়েছে। স্পুটনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।