Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিকাকে ধর্ষণের পর বিবস্ত্র করায় জেল

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 প্রেমিকাকে ধর্ষণের পর বিবস্ত্র করে রাস্তায় বের করে দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক আদালত এ আদেশ দেয়। স্থানীয় সময় গত সোমবার এ রায় দেয়া হয়। আদালতের বরাত দিয়ে খালিজ টাইমস জানায়, চলতি বছর ২১ জানুয়ারি ওই ব্যক্তি আল-নাহদা এলাকার একটি বাসায় তার প্রেমিকাকে কথা বলার জন্য ডেকে আনেন। সেখানে যাওয়ার পর তাকে ধর্ষণ ও মারধর করে বলে অভিযোগ করেন প্রেমিকা। উজবেকিস্তানের নাগরিক ওই নারী আরো অভিযোগ করেন, ধর্ষণের পর তাঁকে বিবস্ত্র করে বাসা থেকে বের করে দেন ওই ব্যক্তি। পরে তিনি স্থানীয় এক রুশ নাগরিকের কাছ থেকে পোশাক জোগাড় করেন। অভিযোগ অনুযায়ী ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে ২৯ জানুয়ারি অন্য একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উজবেকিস্তানের ওই নারীর অভিযোগের জবাবে সাজার আদেশপ্রাপ্ত ব্যক্তি বলেন, তাঁরা এক বছর ধরে একে অপরকে চেনেন এবং সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক করতেন। তবে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করে ধর্ষণ ও নির্যাতনের প্রমাণ মিলেছে বলে জানান আদালত। আর ওই প্রমাণের ভিত্তিতেই দেয়া হয় এই দন্ডাদেশ। খালিজ টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ