Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অজান্তেই এসব খেয়েছিলেন মাকসুদ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মাকসুদের বাড়ি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সোহাভেল এলাকায়। ছয় মাস ধরে পেটে যন্ত্রণা নিয়ে মধ্যপ্রদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাকসুদ। পরে যন্ত্রণা বাড়তে থাকলে গত ১৮ নভেম্বর সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে করার পর যন্ত্রণার কারণ ধরা পড়ে। দাড়ি কাটার বেøড থেকে শুরু করে ধাতব মুদ্রা, কী নেই মাকসুদের পেটের ভেতর। চিকিৎসক প্রিয়াঙ্কা শর্মা বলেন, গত শুক্রবার মাকসুদের পাকস্থলীতে অস্ত্রোপচার করা হয়। সে সময় মকসুদের পাকস্থলী থেকে ১০ থেকে ১২টি দাড়ি কাটার বেøড, চারটি বড় মাপের সূচ, একটি শিকল, ২৬৩টি ধাতব মুদ্রা এবং বেশ কয়েকটি পেরেক ও কাঁচের টুকরো বের করা হয়। সেগুলোর মোট ওজন পাঁচ কেজি। হাসপাতাল সূত্রে জানা যায়, মাকসুদ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ধারণা করা হচ্ছে, তিনি নিজের অজান্তেই এসব জিনিস বিভিন্ন সময়ে খেয়ে ফেলেছিলেন। তবে শারীরিকভাবে আপাতত সুস্থ আছেন মাকসুদ। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ