Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার কাবাডির সেরা নৌবাহিনী

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অ্যাডটাচ প্রিমিয়ার বিভাগ কাবাডি লিগে সেরার খেতাব ডৎতেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল ঢাকা কাবাডি স্টেডিয়ামে লিগের ফাইনালে নৌবাহিনী ৩২-১৯ পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে বিজয়ীরা ১৫-৭ পয়েন্টে এগিয়ে ছিলো।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন রানার মোটরস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শফিকুজ্জামান, ও ভাসাভী ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ইয়াসির আহমেদ খান। চ্যাম্পিয়ন নৌবাহিনীকে ৫০ হাজার ও রানার্সআপ সেনাবাহিনীকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। লিগের তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ উভয় কে ১৫ হাজার টাকা প্রদান করা হয়। গত ২০ নভেম্বর শুরু হওয়া এই লিগে চারটি গ্রæপে ১২টি দল অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ