Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করবেন ম্যাক্রোঁ

প্রথম সফরে আফ্রিকায় যাচ্ছেন আজ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার আফ্রিকা মহাদেশে প্রথম সফরকালে ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করবেন। সেই সাথে আফ্রিকান তরুণ ও যুব সমাজের নিকট ইউরোপের ভালো দিকগুলো নিয়ে প্রচারণা চালাবেন, যাতে করে ইউরোপ সম্পর্কে তারা প্রভাবিত হন। ম্যাক্রোঁর সপ্তাহব্যাপী আফ্রিকা সফর আজ বারকিনা ফাসো ও আইভরি কোস্ট দিয়ে শুরু হচ্ছে। ফ্রান্সের সাবেক কলোনী দু’টি দেশ ছাড়াও ম্যাক্রোঁ ঘানা সফর করবেন।
ম্যাক্রোঁ এমন একটি সময় ফ্রান্স সফর করছেন যখন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে লিবিয়া হয়ে বিপুল পরিমাণ মানুষ ইউরোপে পাড়ি জমাচ্ছে। ট্রানজিট দেশ হিসাবে লিবিয়াতে আফ্রিকানরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকে বলে সিএনএন-এর খবরে বলা হয়েছে। ম্যাক্রোঁ সেই সাথে আফ্রিকান পাঁচটি দেশ নিয়ে সন্ত্রাস বিরোধী ‘আফ্রিকান পাঁচ জাতি জোট গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করবেন।
সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ