Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হায়দ্রাবাদের সড়ক ভিক্ষুকমুক্ত নিরাপত্তা জোরদার

ভারত সফরে ইভানকা ট্রাম্প

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড়ো কন্যা ইভানকা ট্রাম্পের হায়দ্রাবাদ সফরকে কেন্দ্র করে আয়োজক দেশ ভারত কোন ধরনের ঝুঁকিই নিতে চাচ্ছে না। কর্তৃপক্ষ তাই সড়ক ভিক্ষুকমুক্ত এবং অতিরিক্ত ১০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটিকেই ইভানকার সবচেয়ে বড়ো সফর হিসেবে গণ্য করা হচ্ছে।
হায়দ্রাবাদে আজ (মঙ্গলবার) অনুষ্ঠেয় তিন দিনব্যাপী গেøাবাল এন্টারপ্রেনারশিপ সামিটের উদ্বোধনকালে এর মূল বক্তা হিসেবে যোগ দিতে ভারতে আসছেন ইভানকা ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বোধনকালে উপস্থিত থাকবেন। ভারতের দক্ষিণাঞ্চলের শহর হায়দ্রাবাদে রয়েছে গুগল, ফেসবুক ও আমাজনের মত প্রতিষ্ঠানের স্থানীয় কার্যালয়। হোয়াইট হাউসের উপদেষ্টা ৩৬ বছর বয়সী ইভানকা ট্রাম্প অনুষ্ঠানে ব্যবসায়ে নারী ক্ষমতায়নের কথা তুলে ধরবেন। এ সময় ইভানকা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবিকাশমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরবেন, তাই আয়োজক ে /দশ কোনো ধরণের ঝুঁকির সুযোগ রাখছে না।
এদিকে সফরকালে হায়দ্রাবাদের প্রখ্যাত ফালাকনামা প্যালেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রনে এক নৈশ ভোজে যোগ দিবেন ইভানকা। এছাড়া ইভানকার সফরকে কেন্দ্র করে ডগ স্কয়ার্ড ও সন্ত্রাস বিরোধী বাহিনীসহ ১০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা ঠেকাতে এবং গাড়ি চলাচল সুষ্ঠু রাখার লক্ষ্যে নগরীর পথ থেকে সব ভিক্ষুককে সরিয়ে নেয়া হয়েছে। যদিও ইভানকা ট্রাম্প তার নিজস্ব বিশেষ বুলেটপ্রæফ গাড়িতে এবং মার্কিন সিক্রেট সার্ভিসের তত্ত¡াবধানেই তিনি তার সফর সম্পন্ন করবেন। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ