Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চা বিক্রি করেছি ঠিকই, কিন্তু তাই বলে দেশকে বিক্রি করছি না : মোদি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 

ইনকিলাব ডেস্ক : কংগ্রেসের চাওয়ালা মন্তব্যের এবার পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে মোদী বলেন, আমি চা বিক্রি করতাম, কিন্তু তা বলে দেশকে তো আর বিদেশিদের হাতে বেচে দিচ্ছি না। তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
৯ ডিসেম্বর গুজরাট বিধানসভার প্রথম দফার নির্বাচন। তার আগে সোমবার ভুজে বিজেপির একটি নির্বাচনী জনসভায় যোগ দেন মোদী। সেখানে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাতে থাকেন প্রধানমন্ত্রী। জনসভায় গুজরাটী ভাষায় বক্তব্য রাখতে শোনা যায় ভূমিপুত্র মোদীকে। বক্তব্যের আগাগোড়াই ছিল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ।
স¤প্রতি, গুজরাট কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে ‘চাওয়ালা’ বলে ব্যঙ্গ করা হয়েছিল। রাজ্যে নির্বাচনী প্রচারে এই শব্দটি বলে হাততালিও কুড়িয়েছেন কংগ্রেস নেতারা। এদিনের সমাবেশে সেই কটাক্ষের জবাব দেন মোদী। তিনি বলেন, আমার অতীত নিয়ে কংগ্রেস কটাক্ষ করছে। হ্যাঁ, আমি গরীর ঘরের ছেলে। আমায় চা বিক্রি করতে হয়েছে এক সময়। কিন্তু তাই বলে আমি আমার দেশকে বিক্রি করছি না।
ভারত-পাক সীমান্ত সমস্যা থেকে ডোকা লা ইস্যুতে স¤প্রতি কেন্দ্রীয় সরকারকে বারংবার আক্রমণ করেছে কংগ্রেস। একাধিক সমাবেশে এই নিয়ে নরেন্দ্র মোদীকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি রাহু গান্ধী। তালিকায় রয়েছে জিএসটি থেকে ২০১৬-র নোট বাতিল ইস্যুও। আর এগুলোকেই হাতিয়ার করে গুজরাট বিধানসভা নির্বাচনের বৈতরণী পেরতে চাইছে কংগ্রেস। সূত্র : জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ