Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম্যানের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 যৌন নিপীড়নের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন মার্কিন কংগ্রেসম্যান জন কনইয়ার্স। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিরি এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কনইয়ার্স যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের কর্মী।স¤প্রতি মার্কিন মিডিয়া, হলিউড তারকা এবং রাজনৈতিক ব্যক্তিদের ঘিরে যৌন নিপীড়নের অভিযোগের মাঝে এবার এলো মি. কনইয়ার্সের পদত্যাগের খবর। কনইয়ার্সের কর্মীদের আনা এসব অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কংগ্রেসের দ্য হাউজ এথিকস কমিটি।
মার্কিন কংগ্রেসে সবচেয়ে দীর্ঘসময় ধরে সদস্য থাকা জন কনইয়ার্স ১৯৬৫ সালে সর্বপ্রথম কংগ্রেসে যোগ দেন। গত মঙ্গলবার জানা যায়, ২০১৫ সালে মি. কনইয়ার্সের যৌন ইঙ্গিতপূর্ণ আচরণকে প্রত্যাখ্যান করায় একজন কর্মীর চাকরি চলে যায়। সে খবর গোপন রাখতে তিনি ২৭ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন। কনইয়ার্স তার নারী সহকর্মীদের ওপর বারবার যৌন হয়রানিমূলক আচরণ করতেন বলেও আইনি ডকুমেন্টে অভিযোগ হিসেবে রয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম বাজফিড।
তবে সকল অভিযোগ অস্বীকার করে, ৮৮ বছর বয়সী কনইয়ার্স বলেছেন, এই অভিযোগ থেকে মুক্তি পেতেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। তিনি এসব ডকুমেন্টকে পক্ষপাতমূলক এবং টাকা-পয়সার বিনিময়ে করা বøগারদের কাজ বলে দাবি করেছেন। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ