Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৭-২৮ ডিসেম্বর ঢাকা ও চট্টগ্রামে সিএনজি অটোরিকশা ধর্মঘট

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ৬:১১ পিএম

উবার, পাঠাও-এর মতো অ্যাপভিত্তিক পরিবহনসেবা বন্ধ করাসহ আট দফা দাবিতে ২৭ ও ২৮ ডিসেম্বর ধর্মঘট পালন করবে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি  অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট শুরু হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল বলেন, আগামী ২৭ ডিসেম্বর থেকে ৪৮ ঘণ্টা সিএনজি ধর্মঘট থাকবে। ধর্মঘটের আগে দাবি আদায়ে ১০ ডিসেম্বর বিআরটিএ কার্যালয় ঘেরাও করা হবে। এদিকে সিএনজি ধর্মঘট নিয়ে ভুক্তভোগী যাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। আলাপকালে কয়েকজন যাত্রী  অ্যাপভিত্তিক পরিবহন সেবা বন্ধের দাবিকে অযৌক্তিক উল্লেখ করে বলেন, গত এক যুগ ধরে সিএনজি অটোরিকশার চালকরা যাত্রীদেরকে জিম্মি করে খেয়াল খুশি মতো চলছে। এখন অ্যাপভিত্তিক পরিবহন সেবা চালু হওয়ার পর সিএনজি অটোরিকশার শ্রমিকদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ মানুষ আর তাদের কাছে জিম্মি থাকতে চায় না। মানুষ এখন উবার এবং পাঠাওকে বেশি পছন্দ করছে।  
ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আট দফার অন্য দাবিগুলো হচ্ছে, মেয়াদোত্তীর্ণ অটোরিকশা অপসারণ করে নতুন অটোরিকশা আনা, ঢাকায় পাঁচ হাজার ও চট্টগ্রামে চার হাজার অটোরিকশা চালকদের নামে দেওয়া, পরিবহন আইনে শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় ব্যবহারিক পরীক্ষা বন্ধ করা, সরকার নির্ধারিত জমার টাকা ঢাকায় ৯০০ ও চট্টগ্রামে ৬০০ টাকা বাস্তবায়ন করা, অবৈধ পার্কিংয়ে মামলা না দেওয়া এবং ঢাকায় নিবন্ধিত অটোরিকশা ঢাকা জেলার সব জায়গায় চলাচল করতে দেওয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ