Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ১০ কোটি টাকায় নবগঙ্গা নদীতে ব্রিজ নির্মাণ

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরায় গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পের আওতায় মাগুরার নবগঙ্গা নদীর ওপর ১০ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ২০১৪- ১৫ অর্থ বছরে এ প্রকল্প হাতে নেয়া হয়। প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার ১০ হাজার লোকের দীর্ঘদিনের পারাপার সমস্যার সমাধান জেলা শহর মাগুরার সাথে যোগাযোগ সহজতর-সহ ঢাকা রোডের যানজটের হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসী। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এ স্থানে ব্রিজ নির্মাণের দাবি করে আসছিল। মানুষের প্রয়োজন উপলদ্ধি করে নবগঙ্গা নদীর পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া খেয়া ঘাটে ১৭৫ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ১০ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার ৭৭১ টাকা বরাদ্দ করা হয়। যশোরের এম বি বি নামের ঠিকাদারী প্রতিষ্টান ৯ কোটি ৯৮ লাখ ৪৬ হাজার ৪৭২ টাকার চুক্তিতে নির্মানের দায়িত্ব পায়। গত ২৩ আগস্ট নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০১৭ সালের ২১ মে তারিখের মধ্যে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায় ১০ কোটি টাকায় নবগঙ্গা নদীতে ব্রিজ নির্মাণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ