Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিল করা হলে পরিণাম হবে ভয়াবহ

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : বাংলাদেশের সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্র জমিয়তের উদ্যোগে গতকাল (রোববার) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাদ আছর সিলেট বন্দরবাজার জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কোর্ট পয়েন্টে এক পথসভায় মিলিত হয়। বক্তারা বলেন, ২৮ বছর আগের একটি রিট মামলা সচল করে বাংলাদেশের সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ থাকবে কি থাকবে না এ বিষয়ে হাইকোর্টে শুনানি বাতিল করতে হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে রাষ্ট্রধর্ম ইসলামই রাখতে হবে। যদি কেউ রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের দুঃসাহস দেখায় তাহলে এর পরিণাম হবে ভয়াবহ। এদেশের ধর্মপ্রাণ জনতা ঘরে বসে থাকবে না, জীবনের বিনিময়ে হলে ও এদেশে ইসলামের সম্মান রাখতে লাখো জনতা জীবন দিতে প্রস্তুত রয়েছে। নেতারা সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিলের জন্যে মামলা দায়েরসহ যেকোনো ষড়যন্ত্র ও উদ্যোগের তীব্র প্রতিবাদ এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দেন। ছাত্রনেতা মাওলানা হাসান আহমদের সভাপতিত্বে এবং মহানগর ছাত্র জমিয়তের সেক্রেটারি এম. বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দীকী, সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় নেতা মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, মাওলানা আলী নূর, যুব জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা হাফিজ শিব্বির আহমদ রাজী, মাওলানা মুতিউর রহমান, মাওলানা রেজওয়ান আহমদ, হাফিজ শাহিদ হাতিমী, আলতাফুর রহমান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিল করা হলে পরিণাম হবে ভয়াবহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ