Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেকনাফের আলোচিত মানব পাচারকারী আব্দুল্লাহ আটক

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১১:৫৫ এএম

টেকনাফের শাহ্পরীর দ্বীপ এলাকার আলোচিত মানব পাচারকারী আব্দুল্লাহ অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। ২৫ নভেম্বর শনিবার ১১টার সময় তাকে আটক করা হয়। সে স্থানীয় ডেইল পাড়া এলাকার সব্বির আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, এলাকার শীর্ষ মানব পাচারকারী আব্দুল্লাহ বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়া ও মিয়ানমান কেন্দ্রিক মানব পাচারের পাশাপাশি ইয়াবা পাচার কাজে জড়িয়ে পড়ে। সম্প্রতি তাকে আটক করতে গিয়ে ধরতে না পেরে তার একটি স্পীড বোটের ইঞ্জিন জব্দ করেছিলো পুলিশ।
এ ছাড়া শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার নৌকার মাঝি গফুর আলম হত্যাকাণ্ডের সাথেও তার সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
টেকনাফ মডেল থানার এসআই সাইদুল ইসলাম জানান, আটক আব্দুল্লাহর ব্যাপারে একাধিক অপরাধের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানব পাচার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ