মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শারীরিক অবস্থার অবনতি ঘটায় জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করার জন্য আদালতের কাছে আকুল আবেদন করেছেন মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি। তিনি বলেন, আমার শারীরিক অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে এবং দিনের পর দিন তা অবনতির দিকে যাচ্ছে। এ জন্য জরুরিভিত্তিতে আমাকে হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন। মিসরের ইতিহাসে প্রথমবারের মত জনগণের ভোটে নির্বাচিত সাবেক এই প্রেসিডেন্ট গত শুক্রবার আদালতের কাছে এ আবেদন করেন। আদালতকে তিনি জোর দিয়ে বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য আমি আদালতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করিনি। তিনি আরো বলেন, নিজ খরচে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত¡াবধানে স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমতি দিতে আমি আদালতের কাছে অনুরোধ করছি। আদালতের কাছে বিনীত আবেদন জানিয়ে মুরসি বলেন, জরুরি ভিত্তিতে আমাকে কোনো প্রাইভেট হাসপাতালে স্থানান্তরিত করা প্রয়োজন। আমি আমার বাম চোখে কোনো কিছু দেখতে পাচ্ছি না। সাবেক এই প্রেসিডেন্টর অনুরোধের জবাবে আদালতের বিচারক বলেন, বিবাদীর স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে প্রথমেই প্রিজন ডাক্তারকে সিদ্ধান্ত নিতে হবে। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।