Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মালিতে জাতিসংঘের ৪ শান্তিরক্ষী নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মালিতে পৃথক দু’টি হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর চার সদস্য এবং মালির এক সেনা নিহত হয়েছেন। গত শুক্রবার এ ঘটনা ঘটে। মালিতে জাতিসংঘ মিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কিন্তু নিহত শান্তিরক্ষীদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। মালিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে ২০১৩ সাল থেকে শান্তিরক্ষা মিশন কাজ করছে। নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী মালিতে ইসলামপন্থি সশস্ত্র বিদ্রোহী ও জঙ্গিরা প্রায়ই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী ও দেশটির সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘মিনুসমা’ জানিয়েছে, কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত দেশটিতে তাদের ১৪৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। জাতিসংঘের সা¤প্রতিক সময়ে যেকোনো দেশে পরিচালিত মিশনের তুলনায় এই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে, শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা আন্তর্জাতিক আইনে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে গণ্য হতে পারে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ