Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইডিশ বিদ্যুৎকেন্দ্রে পুড়ছে এইচএন্ডএমের কাপড়

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সুইডেনের একটি বিদ্যুৎকেন্দ্রে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে পরিত্যক্ত কাপড়। স্থানীয় খুচরা পোশাক বিক্রেতা হেনস এন্ড মরিতজের (এইচএন্ডএম) পরিত্যক্ত কাপড়গুলোই পোড়ানো হচ্ছে বলে সংবাদ মাধ্যম জানায়। সুইডেনের রাজধানী স্টকহোমের ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ভাসতেরাস তাপবিদ্যুৎ কেন্দ্রটি ২০২০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার একেবারেই বন্ধের পরিকল্পনা করেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে এখন থেকেই পরিত্যক্ত কাপড় ব্যবহার করছে তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এছাড়া রিসাইকেল করার মতো কাঠ-আবর্জনাও জ্বালানি হিসেবে ব্যবহার শুরু হয়েছে। এবার এর সঙ্গে নতুন যুক্ত হলো এইচএন্ডএম ব্র্যান্ডের পরিত্যক্ত কাপড়। এইচএন্ডএম যেসব পোশাক বিক্রি করতে পারে না, সেগুলো জ্বালানি হিসেবে বিদ্যুৎকেন্দ্রটিতে বিক্রি করে দিচ্ছে বিখ্যাত এ ব্র্যান্ডটি। এ বিষয়ে ম্যালার এনার্জির জ্বালানি সরবরাহ বিভাগের প্রধান হ্যান্স নেরেন বলেন, ‘আমাদের কাছে এসব পোশাক দাহ্য পণ্য। আমাদের লক্ষ্য হচ্ছে, নবায়নযোগ্য ও রিসাইকেলযোগ্য জ্বালানি ব্যবহার করা।’ উল্লেখ্য, স্টকহোম থেকে ৬২ মাইল (১০০ কিমি) দূরে অবস্থিত ভাসতেরাস বিদ্যুৎকেন্দ্রটির মালিকানা ও পরিচালনায় রয়েছে ম্যালার এনার্জি। সুইডেন প্রায় সম্পূর্ণভাবে কার্বন নিঃসরণমুক্ত বিদ্যুৎ ব্যবস্থার জন্য গর্ব করে থাকে। পানি, পারমাণবিক ও বায়ুবিদ্যুতের ওপর নির্ভরশীলতার কারণে দেশটির জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমেছে। তবে কিছু ছোট শহরে এখনো কয়লা ও তেল ব্যবহার করে ঘরবাড়ি ও অফিস উষ্ণ রাখা হয়। পুরনো সব বিদ্যুৎকেন্দ্রকে জৈব জ্বালানি ও আবর্জনা পোড়াতে বাধ্য করার মাধ্যমে নরডিক অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির এ দেশ চলতি দশকের শেষ নাগাদ জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করে দিতে চাচ্ছে। নিকটস্থ শহর এসকিলস্তোনার সঙ্গে ম্যালারএনার্জি একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে, যার মাধ্যমে শহরের বর্জ্যগুলো জ্বালানি হিসেবে ব্যবহূত হবে। চুক্তি অনুসারে শহরটিতে অবস্থিত এইচএন্ডএমের পরিত্যক্ত কাপড় ও বর্জ্যও জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ম্যালারএনার্জির জ্বালানি হিসেবে পরিত্যক্ত কাপড় ব্যবহারের বিষয়টি এর আগে তেমন গুরুত্ব পায়নি। চলতি সপ্তাহে সুইডেনের জাতীয় টেলিভিশনে এ নিয়ে স¤প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠান সবার দৃষ্টি আকর্ষণ করেছে। । বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ