Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ায় রণদামামা বাজানোর বিরোধী রাশিয়া : ল্যাভরভ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, উত্তর কোরিয়ার কথিত হুমকি মোকাবিলার অজুহাতে এশিয়ার সামরিকীকরণের বিরোধিতা করছে তার দেশ। গত শুক্রবার মস্কো সফররত জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো’র সঙ্গে এক বৈঠকে মস্কোর এ উদ্বেগের কথা জানান তিনি। ল্যাভরভ বলেন, পিয়ংইয়ং তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখার পরও আমেরিকা সন্তুষ্ট হতে পারেনি, উল্টো উত্তর কোরিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে। আমেরিকা জাপানে বড় ধরনের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পূর্ব এশিয়ায় আমেরিকাকে সামরিক উপস্থিতি শক্তিশালী করতে দেয়া উচিত হবে না। সের্গেই ল্যাভরভ বলেন, আমেরিকা যদি জাপানে টমাহক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে তা হবে রুশ-মার্কিন অস্ত্র চুক্তির লঙ্ঘন। পিয়ংইয়ংয়ের সমরাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে আমেরিকা ও তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশের সঙ্গে সা¤প্রতিক সময়ে উত্তর কোরিয়ার উত্তেজনা তুঙ্গে রয়েছে। গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার উস্কানিমূলক তৎপরতা গোটা বিশ্বে বিপর্যয় সৃষ্টি করতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা গত বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেন, মার্কিন উস্কানিতে গোটা বিশ্বে বিপর্যয় নামতে পারে। ল্যাভরভের সঙ্গে বৈঠকে জাপানি পররাষ্ট্রমন্ত্রী ‘তারো কোনো’ উত্তর কোরিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান। এর পরিবর্তে তিনি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপের মালিকানা নিয়ে জাপান ও রাশিয়ার মধ্যকার বিতর্ক নিয়ে কথা বলেন। আরটি, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ