Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারাক ওবামাকে হত্যার পরিকল্পনাকারী গ্রেফতার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা করেছিলেন টেক্সাস অঙ্গরাজ্যের এক মহিলা। ওই মহিলার নাম জুলিয়া পফ (৪৬)। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তার বাড়িতে এক হোমমেড (বাড়িতে তৈরি) বিস্ফোরক প্যাকেজ পাঠিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্টকে আঘাত হানার উদ্দেশ্যে ও সম্ভব হলে হত্যার উদ্দেশ্যে ওই প্যাকেজ পাঠিয়েছিলেন জুলিয়া পফ। তবে প্যাকেজটি বিস্ফোরিত হওয়ার সুযোগ পায়নি, তার আগেই সিক্রেট সার্ভিসের সদস্যদের হাতে পড়ে যায়। উপরন্তু প্যাকেজটির গায়ে লেগে থাকা ছোট ছোট বিড়ালের লোম ব্যবহার করে খুঁজে বের করা হয়েছে এই হত্যা পরিকল্পনার ‘মাস্টারমাইন্ডকে’। প্যাকেজের গায়ে লেগে থাকা লোম ও পফের বিড়ালের লোমের সঙ্গে মিলে গেলে তাকে মাস্টারমাইন্ড হিসেবে চিহিত করা হয়। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। খবরে বলা হয়, শুধু ওবামা নয়, আরও দুইজনের বাড়িতে এমন প্যাকেজ পাঠিয়েছেন তিনি। তার মধ্যে একজন হচ্ছেন, ট্যাক্সাসের তৎকালীন গভর্নর, গ্রেগ এবট। তবে এবটের ভাগ্য ভালো, তিনি প্যাকেজটি খুলে দেখেননি। অপর একজন হচ্ছেন, সোশ্যাল সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের এক কমিশনার। ওই কমিশনারের বাড়িতে হত্যার উদ্দেশ্যে ক্ষতিকর আর্টিকেল ও পরিবহনযোগ্য বিস্ফোরক পাঠান তিনি। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ