Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বৃষ্টির জন্য নামাজ
ইনকিলাব ডেস্ক : বৃষ্টির জন্য মরক্কোর সব মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃষ্টির অভাবে দেশের কৃষিকাজ মারাত্মক হুমকির মুখে পড়ায় বাদশাহ সারা দেশের মসজিদগুলোতে বৃষ্টির জন্য মুসল্লিদের নামাজ আদায় করতে বলেছেন। মরক্কোবাসীদের বৃষ্টির জন্য নামাজ পড়তে একটি রাজকীয় আদেশ জারি করেছেন বাদশাহ মোহাম্মদ। বৃষ্টির অভাবে মৌসুমী খাদ্যশস্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। এ মাসের শুরুতে খাদ্য বিতরণকালে ১৫ জন নিহত হয়। বৃষ্টির কারণে খাদ্যশস্য উৎপাদন কম হচ্ছে বলে বিভিন্ন জিনিসের দামও অনেক বেড়ে গেছে। দেশটির প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। গত বছরের খরার কারণে দেশটির হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন। বিবিসি।

শুধু রাম মন্দির
ইনকিলাব ডেস্ক : ভারতের হিন্দু জাতীয়তাবাদী ও বেসরকারি স্বেচ্ছাসেবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সভাপতি মোহন ভাগবত বলেছেন, অযোদ্ধার বিতর্কিত জমিতে রাম মন্দির ছাড়া অন্য কিছুই তৈরি করতে দেয়া হবে না। তিনি বলেন, শুধু রাম মন্দির। অন্য কিছু নয়। গত শুক্রবার দক্ষিণ ভারতের কর্নাটকের উদুপিতে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অযোদ্ধায় রাম মন্দির তৈরি হতে আর খুব বেশি দেরি নেই বলেও মন্তব্য করেন তিনি। মোহন ভাগবত বলেন, অযোদ্ধয় (বিতর্কিত জমিতে) মন্দির আমাদের বানাতেই হবে। সেদিন দূরে নয়, যেদিন মন্দিরটার মাথার ওপর একটা গৈরিক পতাকা উড়বে। এনডিটিভি।

মেয়র নিহত
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ অঙ্গরাজ্যে গত শুক্রবার পৌরসভার এক মেয়র নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। একই রাজ্যে নব নির্বাচিত এক মেয়র নিহত হওয়ার মাত্র চারদিন পর এ ঘটনা ঘটল। রাজ্যের প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, এই হামলায় ইক্সহুয়াটলান ডি মাদেরো’র মেয়র ভিক্টর ম্যানুয়েল স্পিনোজা ও তার স্ত্রীসহ পাঁচ জন নিহত হয়েছেন। শহরটি মেক্সিকো সিটি থেকে ২৭০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত। কর্তৃপক্ষ এই হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। শুক্রবার রাতে রাজ্যের রাজধানী জালাপার কাছে একটি পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হিদালগোতিতলান পৌরসভার নবনির্বাচিত মেয়র সান্তানা ক্রুজ বাহেনা এক হামলায় নিহত হওয়ার কয়েকদিন পর সর্বশেষ হত্যাকান্ডের ঘটনাটি ঘটল। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ