Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাক্সওয়েল-জি চুই চ্যাম্পিয়ন

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিসের বালক এককে হংকংয়ের ম্যাক্সওয়েল হিওয়ার্ড ও বালিকা এককে কোরিয়ার জি ও চুই চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে ম্যাক্সওয়েল হিওয়ার্ড ৬-৪, ৬-০ গেমে বাংলাদেশের রাকিব হোসেনকে হারিয়ে শিরোপা জয় করেন। বালিকা এককে কোরিয়ার জি ও চুই ৬-১, ৭-৬ (৫) গেমে স্বদেশী ইয়ং ইয়ুনন রিওকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। বালক দ্বৈতে বাংলাদেশের মোহাম্মদ রাকিব ও জোবায়েদ উৎস জুটি ৬-১, ৬-১ গেমে কোরিয়ার জংমিন সন ও সাং হো সন জুটিকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। আর বালিকা দ্বৈতে কোরিয়ার জি ওই চুই ও ইয়ং ইন রিও জুটি স্বদেশী ইন-জি জ্যাং ও রায়না লাল জুটির বিপক্ষে ওয়াক-ওভার পেয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এমপি। এ সময় বেঙ্গল গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ