Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাড়ে ১৭শ’ কোটি টাকা

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 অর্থনৈতিক রিপোর্টার : গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ নজর দিয়েছে সরকার। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার অংশ হিসেবে তিনটি পৃথক প্রকল্প হাতে নিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে এক হাজার ৭৪৯ কোটি ৭২ লাখ টাকা। সরকারি অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পগুলো হচ্ছে-গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় পর্যায়), গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প : বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলা এবং সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। আগামী মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে ২০২২ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কাজ শেষ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, একনেকে উপস্থাপনের জন্য ১২টি প্রকল্পের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেখানে এ প্রকল্পগুলোও রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়নের মাধ্যমে কৃষি ও অকৃষি অর্থনীতির সঞ্চালন বাড়ানো হবে। সেই সঙ্গে গ্রামীণ জনগণের জন্য বাজার, স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধা বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন করা হবে। তাছাড়া স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। তাই এসব প্রকল্প গুরুত্ব দিয়ে একনেক অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ