Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পেশোয়ারে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী পেশোয়ারে পুলিশের এক টহল গাড়িতে বোমা হামলায় প্রাদেশিক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকসহ দুইজন নিহত হয়েছেন। আহতও হয়েছেন কয়েকজন। শুক্রবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক রাজধানী পেশোয়ারের হায়াতাবাদের তাতারা পার্কের কাছে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মাদ আশরাফ নুর এবং তার নিরাপত্তা রক্ষী নিহত হন। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ দু’টি নগরীর একটি হাসপাতালে নিয়ে যায়। হামলার ধরণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। কিন্তু আনুষ্ঠানিভাবে এ খবর নিশ্চিত করা হয়নি। হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। এক বিবৃতিতে খাইবার পাখতুনের পুলিশ জানায়, আশরাফ নূর খুবই সৎ ও আদর্শ মানুষ ছিলেন। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ