মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের জলপাইগুড়ি জেলার লাতাগুড়ি জঙ্গল এলাকায় এক ব্যক্তি গাড়ি থেকে নেমে মোবাইলে হাতির ছবি তোলার সময় বুনো প্রাণীটির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারান। এনডিটিভি জানায়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ন্যাশনাল হাইওয়ে থার্টিওয়ান পোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। লাতাগুড়ি জঙ্গল থেকে একটি হাতি সড়কে উঠে পড়লে সেখানে যান চলাচল ব্যাহত হয়। জলপাইগুড়ি ব্যাংকের নিরাপত্তারক্ষী সাদিক রহমান (৪০) ওই সময় ওই সড়ক দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। দুর্ভাগ্যবশত তিনি গাড়ি থেকে নেমে হাতিটির ছবি তোলার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুনো হাতিটি প্রচÐ আক্রোশে সাদিকের দিকে তেড়ে আসে এবং তাকে পায়ের নিচে চেপে ধরে। প্রাণ বাঁচানোর কোনো সুযোগই সাদিক পাননি। ১৫ মিনিট পর হাতিটি বনে অদৃশ্য হয়ে যায়। সাদিক ঘটনাস্থলেই মারা যান বলেও জানান তারা। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।