Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমুদ্রে ভেসে জাপানে আট উত্তর কোরীয়

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাপানের উত্তরাঞ্চলে সমুদ্রে ভাসমান একটি নৌকা থেকে আট ব্যক্তিকে উদ্ধার করেছে জাপান পুলিশ; তারা নিজেদের উত্তর কোরিয়ার নাগরিক বলে দাবি করেছেন। পুলিশের ধারণা, তারা দেশত্যাগ করেনি বরং নৌকা বিকল হয়ে ঢেউয়ের আঘাতে জাপানের পানিসীমায় চলে এসেছে। ইউরিহোনজো নগরীর মেরিনা থেকে গতকাল শুক্রবার ভোররাতের দিকে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বিবিসি জানায়, জাপানের পানি সীমায় উত্তর কোরিয়ার জেলেনৌকার অনুপ্রবেশ নতুন কিছু নয়। মাঝে মধ্যে দেশটির কোস্টগার্ড জেলেদের উদ্ধারও করে। কখনও সখনও ওই সব নৌকায় লাশও পাওয়া যায়। গত সপ্তাহে জাপানের কোস্টগার্ড সমুদ্রে ভাসমান একটি নৌযান থেকে উত্তর কোরিয়ার তিন নাগরিককে উদ্ধার করে। ওই নৌযানের আরও ১২ জন জেলে নিখোঁজ হয়ে গেছে বলে দাবি করে তারা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ