মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুম্বাই হামলার অন্যতম সন্দেহভাজন এবং লস্কর-ই-তৈয়বার অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে মুক্তি দিয়েছে পাকিস্তান। আদালতের আদেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লাহোরের বাসভবন থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। জামাতের মুখপাত্র আহমেদ নাদিম পিটিআইকে জানান, নেতার মুক্তিকে খুব খুশি তারা। গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পাওয়ার পরই কাশ্মির নিয়ে কথা বলেছেন এই জামাত প্রধান। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কাশ্মীরীদের মুক্তির জন্য পাকিস্তানের সব মানুষকে একত্র করবেন তিনি। প্রায় ১০ মাস গৃহবন্দি অবস্থায় ছিলেন হাফিজ। মুক্তি পাওয়ার পরই কেক কেটে দিনটি উদযাপন করেন। তিনি বলেন, কাশ্মীরীদের হয়ে কথা বলার জন্য আমার কণ্ঠরোধ করতেই ১০ মাস গৃহবন্দি করে রাখা হয়। তিনি বলেন, আমার বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। ভারত বার বারই আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। কিন্তু লাহৌর হাইকোর্টের রিভিউ বোর্ডের সিদ্ধান্ত ফের প্রমাণ করে দিল যে আমি নির্দোষ। হাফিজের বিষয়ে আন্তর্জাতিক মহলে বার বার সরব হয়েছে ভারত। মুম্বাই হামলার সঙ্গে হাফিজ জড়িত এমন তথ্য প্রমাণ পাকিস্তান সরকারের হাতে তুলে দিয়েছে নয়াদিল্লি। কিন্তু পাকিস্তান কোনও ব্যবস্থাই নেয়নি হাফিজের বিরুদ্ধে। বরং ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার কথা বলা হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।