Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতীত পাপে ক্যানসার হয় : আসাম স্বাস্থ্যমন্ত্রী

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের আসাম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, অতীত পাপের কারণে মানুষের ক্যানসার হয়। স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা আরো বলেছেন, মা-বাবার পাপের কারণেও মানুষের ক্যানসারের মতো রোগ হয়ে থাকে। মন্ত্রীর এই মন্তব্যে ভারতজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্যানসার রোগী ও তাদের স্বজনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আসামের বিরোধী দলগুলো বিশ্ব শর্মার মন্তব্যকে ‘অপ্রত্যাশিত’ উল্লেখ করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। আসামের রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ফ্রন্ট বলেছে, রাজ্যে ক্যানসার রোগের বিস্তার রোধে ব্যর্থ হয়ে বিশ্ব শর্মা এ ধরনের মন্তব্য করেছেন। গত বুধবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বিশ্ব শর্মার বক্তব্য উদ্ধৃত করা হয়েছে এভাবে- তিনি বলেছেন, ‘পাপ করলে ঈশ্বর আমাদের ভোগায়। কখনো কখনো আমরা দেখি, তরুণরা ক্যানসারে আক্রান্ত হচ্ছে অথবা তরুণরা কোনো দুর্ঘটনায় পড়ছে। আপনি যদি তাদের পটভূমির দিকে তাকান, তাহলে দেখবেন; এটি ঈশ্বরের বিচার। এ ছাড়া আর কিছুই নয়। আমরা ঈশ্বরের এই শাস্তি ভোগ করে থাকি।’
বিশ্ব শর্মার এই বক্তব্যের পর টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অবশ্য বিতর্ক শুরু হওয়ার পর নতুন এক টুইট করেন মন্ত্রী। তিনি দাবি করেন, এটি ক্যানসার বিষয়ে নয়, দরিদ্রদের সাহায্য করায় কর্মকর্তাদের উদ্বুদ্ধ করতে তার এ বক্তব্য। গরিবদের সাহায্য না করলে ভবিষ্যতে কর্মকর্তাদের ভুগতে হবে। বিবিসি অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ