নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রুমু, চট্টগ্রাম ব্যুরো : ঘরের মাঠে আজ খেলতে নামছে চিটাগং ভাইকিংস। তাই আজকের ম্যাচে গ্যালারীর পূর্ণ সমর্থণ থাকবে তাদের। এটাকেই বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা চট্টগ্রামের প্রতিনিধিত্ব করা এই দলটি। চট্টগ্রাম থেকে এবারের বিপিএলে ঘুরে দাঁড়াতে চায় তারা। এখানে তাদের যে চারটি ম্যাচ রয়েছে, সেই চারটি ম্যাচেই জয় তুলে নিয়ে বিপিএলের শেষ চারে উঠার সম্ভাবনা উজ্জ্বল করতে প্রত্যয়ী এখন চিটাগং ভাইকিংস। এই মিশনের অংশ হিসেবে আজ সিলেট সিক্সার্সের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ার প্রত্যাশা চিটাগাং ভাইকিংস দলের অধিনায়ক ও ওপেনার লুক রনকি। আজকের ম্যাচ থেকেই তিনি অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। পাকিস্তানী ক্রিকেটার মিসবাহ উল হক এবারের বিপিএলে এতদিন দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় অধিনায়কের পদে মিসবাহকে সরিয়ে লুক রনকিকে আনা হয়েছে। সিলেট সিক্সার্সও আজ জয় নিয়েই মাঠ ছাড়তে চায়। ইনজুরি কাটিয়ে দল এখন বেশ লড়াকু মেজাজে রয়েছে। দ্বিতীয় পর্বে উঠার জন্য আজকের এই ম্যাচটি দু’দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে দিনের প্রথম ম্যাচে আজ খুলনা টাইটানসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স।
আজ সন্ধ্যা সাতটায় ফ্লাডলাইটের আলোয় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিপক্ষ সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক চিটাগং ভাইকিংস। তাই গতকাল প্র্যাকটিস সেশনটিও রেখেছিল তারা বিকেলেই। প্র্যাকটিসে মাঠে নামার আগে চিটাগং ভাইকিংসের নতুন অধিনায়ক লুক রনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের ম্যাচে নিজেদের টার্গেটের কথা তুলে ধরে বলেন, ‘আগের ম্যাচগুলোতে আমাদের তিনটি বিভাগ একসঙ্গে জ্বলে উঠতে পারেনি। সে কারণে আমাদেরকে চারটি ম্যাচ হারতে হয়েছে। একটি ম্যাচে জয় পেয়েছি। বাকি ম্যাচটি বৃষ্টির কারণে হয়নি। সবমিলিয়ে তিন পয়েন্ট নিয়ে আজকের ম্যাচে মাঠে নামছি আমরা। এটি আমাদের হোম গ্রাউন্ড। গ্যালারীর দর্শকদের সমর্থন আমাদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারপরও মাঠের লড়াই হচ্ছে আসল লড়াই। আমরা চেষ্টা করবো আমাদের সেরাটা দিতে। আমরা চাই, চট্টগ্রাম থেকে শতভাগ জয় নিয়ে ফিরতে। আমাদের সেই সামর্থ্যও আছে। এখন কেবল মাঠে নিজেদের সেরাটা দিতে পারা। আমাদের ভালো খেলতেই হবে। এর কোনো বিকল্প নেই।’ আজকের ম্যাচে বিনাযুদ্ধে হারতে নারাজ সিলেট সিক্সার্সও। এই দলটি তাদের হোম গ্রাউন্ডে তিন জয় তুলে নিলেও ঢাকায় এসে বিবর্ণ হয়ে যায়। সবমিলিয়ে তাদের সাত ম্যাচে সাত পয়েন্ট। এ অবস্থায় গতকাল প্র্যাকটিস পর্বের আগে সাংবাদিকদেরকে নিজেদের টার্গেটের কথা জানিয়ে সিলেট সিক্সার্সের কোচ ফারুক আহমেদ বলেন, ‘হোম গ্রাউন্ডে আমরা শতভাগ সফল হলেও ঢাকায় ইনজুরির কারণে কাংখিত ফল পাইনি। এখন দলে ইনজুরি সমস্যা নেই। তাই চট্টগ্রামে আমরা আজকের ম্যাচটিতে জয়ের বিকল্প কিছু ভাবছি না। আমরা যেভাবে হোম গ্রাউন্ডে দর্শকদের সমর্থন পেয়েছি, আজ চিটাগং ভাইকিংসও সেই সুবিধা পাবে। তারপরও প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চাই আমরা।’
আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘পয়েন্ট টেবিলটা এখন খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, এখন প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই ভালো। সবগুলো দলই বেশ শক্তিশালী। প্রতিপক্ষ রংপুরও বেশ ভালো টিম, তারা ভালো ক্রিকেট খেলছে। আমাদেরকেও ভালো ক্রিকেট খেলতে হবে।’ রংপুর রাইডার্সে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম যোগ দিয়ে দলের রং বদলে দিয়েছেন। এত বড় বড় তারকা রয়েছে যে দলে সেই দল নিয়ে বাড়তি ভাবনা করতেই হয়। মাহমুদউল্লাহ রিয়াদের কপালেও এই তারকা ক্রিকেটারদের নিয়ে চিন্তার ভাঁজ, ‘বড় নাম থাকাটাই তো স্বাভাবিক ব্যাপার। রংপুর দলে বেশ কয়েকজন বড় তারকা ক্রিকেটার রয়েছেন। তাদেরকে হারাতে হলে আমাদেরকে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’
শেষ দু’টি ম্যাচে জয় তুলে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে রংপুর রাইডার্স। এরমধ্যে বড় তারকা ক্রিস গেইলের রানে ফেরা আরো স্বস্তি এনে দিয়েছে রংপুরকে। টানা তিন ম্যাচ হেরে ব্যাকফুটেই চলে গিয়েছিল দলটি। সেখান থেকে দারুণ কামব্যাক। এটি মানছেন দলের পেসার রুবেল হোসেনও, ‘আমাদের আসলে জেতাটা দরকার ছিল। পরপর তিন ম্যাচ হেরে ব্যাকফুটে ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা কামব্যাক করেছি।’ আজকের ম্যাচে জয় চান জানিয়ে রুবেল হোসেন বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ খেলবো আমরা। প্রতিটি ম্যাচই জেতার জন্য নামবো।’ লাসিথ মালিঙ্গার কাছ থেকে ডেথ ওভারে কিভাবে ভালো বোলিং করতে হয় তা শিখছেন বলেও জানান রুবেল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।