Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিতেও ক্ষুব্ধ বায়ার্ন সমর্থকরা

নেইমার-কাভানিতে পিএসজির রেকর্ড

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে বিষ্ময় উপহার দিয়েই চলেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষকে নিয়ে ‘খেলা’য় মেতে ওঠা থামেনি নেইমার-কাভানিদের। এদিনও ঘরের দর্শকদের উচ্ছ¡াসে ভাসিয়ে সেল্টিককে তারা শ্রেফ উড়িয়ে দিয়েছে ৭-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগে যা তাদের সবচেয়ে বড় ব্যবধানে জযের রেকর্ড। সব মিলে গ্রæপ পর্বের ৫ ম্যাচে প্রতিপক্ষের গোলে তারা বল পাঠালো ২৪ বার। আসরের ইতিহাসে গ্রæপ পর্বে এটাও সর্বোচ্চ গোলের রেকর্ড। এখনো ম্যাচ একটি বাকি, ট্যালিটা নিশ্চয় আরো বাড়িয়ে নেবেন নেইমার-এমবাপ্পে-কাভানিরা।
দুই মাস আগে স্কটিশ এই দলকেই তাদের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্রেঞ্চ জায়ান্টরা। এদিন অবশ্য কিছু বুঝে উঠার আগেই চমক উপহার দেয় সফরকারীরা। পার্ক ডি প্রিন্সে দর্শকরা আসনে ঠিকমত বসার আগেই গোল খেয়ে বসে পিএসজি। চলতি আসরে যা তাদের প্রথম গোল হজমের রেকর্ড।
ব্রান্ডন রজার্সের দলের সুখের সময় বলতে এটুকুই। পরের গল্পটা তাদের কাছে শুধুই হতাশার। কিছুদিন আগেই ঘরের মাঠে ইউরোপিয়ান লিগে অপরাজিত থাকার রেকর্ড গড়া দলটি এরপর গুনে গুনে খায় ৭ গোল। ২২ মিনিটেই দুই গোল করে শুরুটা করেন নেইমার। ৮০তম মিনিটে শেষটা টানেন তারই জাতীয় দলের সতীর্থ দানি আলভেস। মাঝে জোড়া গোল করেন এডিনসন কাভানি, একটি করে কিলিয়ান এমবাপ্পে ও মার্কো ভিরাত্তি। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ৪-১ গোলে।
শতভাগ জয়ে পরের রাউন্ড তাদের নিশ্চিত হয়েছে আগেই। গ্রæপের আরেক দল বায়ার্ন মিউনিখেরও পরের রাউন্ড নিশ্চিত। এদিন বুন্দেসলিগা চ্যাম্পিনরা আন্ডারলেখকে তাদের মাঠেই হারায় ২-১ গোলে। তবে জয়ের দিনেও বায়ার্ন সমর্থকরা ছিলেন রাগে ক্ষোভে উন্মাদ। বেলজিয়ামে বায়ার্ন দর্শকদের জন্য টিকিটের মূল্য ধার্য করা হয় ১০০ ইউরো। টিকিট মূল্য এমন চড়া হওয়ার প্রতিবাদে বায়ার্ন কর্তাদের বিরুদ্ধে শ্লোগান দেয় পাগলা সমর্থকরা। গ্যালারি থেকে ছুড়ে মারে নকল ইউরো। অনেকের হাতে শোভা পাচ্ছিল বিভিন্ন ধরণের ব্যানার-ফেস্টুন। যে কারণে ম্যাচও শুরু হয়ে দেরিতে। বায়ার্ন কতৃপক্ষ অবশ্য পরে বিবিসিকে জানায়, টিকিটের মূল্য ৩০ শতাংশ কমিয়ে তারা ৭০ ইউরো করেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ