Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশা টিকে রইল অ্যাটলেটিকোর

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাতের বাকি ম্যাচগুলো ছিল উত্তেজনায় টায়টম্বুর। আসরে টিকে থাকতে জিততেই হবে, এমন ম্যাচে নিজেদের মাঠে রোমাকে ২-০ গোলে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ ম্যাচে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্যে। পরের রাউন্ডে যেতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ডিয়েগো সিমিওনের দলকে তো জিততেই হবে, একই সাথে কারাবাগের বিপক্ষেও হারতে হবে রোমাকে।
কোন উত্তেজনা ছাড়াই কারাবাগের বিপক্ষে সহজ হয়ে শেষ ষোল নিশ্চত করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলের জয়ে পেনাল্টি থেকে দুই অর্ধে একটি করে গোল করেন এডেন হ্যাজার্ড ও সেস ফ্যাব্রিগাস। মাঝে জোড়া গোল করেন উইলিয়ান।
অপেক্ষা বাড়ল ম্যানইউর
রাতের সবচেয়ে বড় হতাশার নাম ম্যানচেস্টার ইউনাইটেড। সুইজারল্যান্ডের দল এফসি বাসেলের বিপক্ষে একক আধিপত্য দেখিয়েও ম্যাচের অন্তিম লগ্নে গোল খেয়ে হারতে হয়েছে হোসে মরিনহোর দলকে। এজন্য তার শিষ্যদের দায়টাও কম নয়। ড্র করলেও শেষ ষোল নিশ্চিত হত রেড ডেভিলদের। এজন্যই কি দ্বিতীয়ার্ধে গা ছেড়ে দেয়া। দ্বিতীয়ার্ধে তাদের দেখে মনে হয়নি এই দলটিই প্রথমার্ধে অর্ধডজন গোলের সুযোগ তৈরী করেছিল। প্রথমার্ধে বার পোস্টই তাদের গোলবঞ্চিত করে দুবার।
ম্যাচ শেষে হতাশা চেপে রাখতে পারেননি মরিনহো, ‘প্রথমার্ধ ছিল পারফেক্ট, তবে গোল ছাড়া। এজন্য খেলোয়াড়দের বিরুদ্ধে কোন অভিযোগ আনা যাবে না। তখন আমরা ৫-০ গোলেও এগিয়ে যেতে পারতাম। কিন্তু আমরা কোন গোলই করতে পারলাম না! প্রথমার্ধে মনে হচ্ছিল এই ম্যাচ না জেতাই হবে অসম্ভব। দ্বিতীয়ার্ধে দল ভালো খেলেনি। মনে হচ্ছিল ০-০ হলেও তো মন্দ নয়। কিন্তু শেষ মুহূর্তের গোলে আমরা হারেই গেলাম!’
হেরেও ১২ পয়েন্ট নিয়ে অবশ্য ‘এ’ গ্রæপের শীর্ষেই আছে ম্যান ইউ। নক-আউট পর্বও এক প্রকার তাদের নিশ্চিত। এজন্য ঘরের মাঠ ওল্ড ট্রফোর্ডে সিএসকেএ মস্কোর বিপক্ষে ড্র করলেই চলবে। সমান ৯ পয়েন্ট করে বাসেল ও সিএসকেএ মস্কোর।

এক নজরে ফল
সিএসকেএ মস্কো ২ : ০ বেনফিকা
কারাবাগ ০ : ৪ চেলসি
বাসেল ১ : ০ ম্যান ইউ
পিএসজি ৭ : ১ সেল্টিক
আন্ডালেখট ১ : ২ বায়ার্ন মিউনিখ
অ্যাটলেটিকো ২ : ০ রোমা
জুভেন্টাস ০ : ০ বার্সেলোনা
স্পোর্টিং ৩ : ১ অলিম্পিয়াকোস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ