Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখন থেকে দেশেই থাকব : হারিরি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, আমি এখন থেকে দেশেই থাকবো। সউদী আরব থেকে ঘোষণা করা পদত্যাগের বিষয়টি স্থগিত করার পর একথা বলে নিজের সমর্থকদেরকে আশ্বস্ত করেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাদ হারিরি লেবাননে ফিরে আসার পর তাকে অভিনন্দন জানাতে তার বাড়ির সামনে সমর্থকরা জড়ো হন। এসময় তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সাদ হারিরি বলেন, আমাদের নীতি কখনো পরিবর্তন হবে না এবং আমাদের সেøাগান হবে ‘লেবানন প্রথম।’ হারিরি বলেন, আমি আপনাদের সঙ্গেই আছি, আমরা একসঙ্গে থাকব। আমরা হলাম সংযমী ও স্থিতিশীলতাকামী লোকজন। স্বাধীনতার দিনে আমরা সবাই বলতে এসেছি যে, দেশের চেয়ে দামী আর কিছু নেই। আমাদের কাছে দেশের চেয়ে বড় কিছু নেই। গত ৪ নভেম্বর সউদী আরব সফরে গিয়ে হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। পদত্যাগের কারণ হিসেব প্রাণভয়ের কথা উল্লেখ করেন তিনি। এজন্য দায়ী করেন ইরান ও হিজবুল্লাহকে। তবে বিশ্লেষকদের ধারণা সউদী আরবের চাপেও পদত্যাগ করেছেন হারিরি। রয়টার্স, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ