Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট সদরে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিজিবি মোতায়েন

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফয়সাল আমীন : প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী মঙ্গলবার সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নগুলোতে ৯৫ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। তবে ওই কেন্দ্রগুলোর মধ্যে প্রায় ৫০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। এদিকে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ ৮টি ইউনিয়নে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ৫ ব্যাটালিয়নের পরিচালক মো. আব্দুর রাজ্জাক তফাদার। তিনি জানান, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে সিলেটের নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পর দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিজিবি›র ওই কর্মকর্তা। এদিকে সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ৯৫টি। তন্মধ্যে ৫০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। যদিও প্রশাসন এগুলোকে সরাসরি ঝুঁকিপূর্ণ বলতে নারাজ। তাদের ভাষায় এ কেন্দ্রগুলো অতি গুরুত্বপূর্ণ। সিলেট সদরের যে ৮টি ইউনিয়নে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হচ্ছে খাদিমপাড়া, খাদিমনগর, টুলটিকর, টুকেরবাজার, জালালাবাদ, হাটখোলা, মোগলগাঁও ও কান্দিরগাঁও ইউনিয়ন পরিষদ। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সানজিদা আফরিন ছন্দা জানান, সদর উপজেলার ৮টি ইউনিয়ন মিলিয়ে ভোট কেন্দ্র রয়েছে ৯৫টি। তন্মধ্যে ৫০টিকে প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। বাকি ৪৫টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত হচ্ছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, আমরা ৫০টি ভোট কেন্দ্রকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি। এগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট সদরে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিজিবি মোতায়েন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ