বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে আদালতে পৌঁছান বেগম জিয়া।
এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এরআগে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে বের হন তিনি।
আদালত সূত্র জানায়, দুর্নীতির এ দুই মামলায় চলতি বছরের ১২ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
১৯ অক্টোবর এ দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। ওই দিন তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন।আজ এ মামলায় তিনি ষষ্ঠ দিনের মতো বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছরের ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে তিনি নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন। আজ এ মামলায় তিনি দ্বিতীয় দিনের মতো বক্তব্য উপস্থাপন করবেন।
এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।