Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আগামী বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে ১ ফেব্রুয়ারি। গতকাল (বুধবার) শিক্ষা মন্ত্রণালয় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার এই সূচি প্রকাশ করেছে। বেশ কয়েক বছর ধরেই ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে আসছে। তবে বিশেষ কোন ছুটি থাকলে পরবর্তী কর্মদিবসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতবছর ১ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বরস্বতী পূজার ছুটির কারণে পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। এবারের সূচি অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ থেকে ২৪ ফেব্রুয়ারি এসএসসির তত্ত¡ীয় পরীক্ষা হবে। ২৫ ফেব্রুয়ারি সংগীতের ব্যবহারিক পরীক্ষা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে। দাখিলের তত্ত¡ীয় পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। ৬ মার্চের মধ্যে সব ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ করতে হবে। আর কারিগরি বোর্ডের তত্ত¡ীয় পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। আগামী বছর থেকে এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও লেখাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হচ্ছে না। এ সব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠিয়ে দেবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডে পাঠাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বরাবরের মতই সকালের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১টা, বিকালের পরীক্ষা বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত। শিক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিতে বা ব্যবহার করতে পারবে না বলে নির্দশনায় উল্লেখ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি

২০ ফেব্রুয়ারি, ২০২৩
৩০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ