Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় দফা দাবিতে সিএনজি অটোরিকশা চালক ও সমবায় ফেডারেশনের মানববন্ধন

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় প্রেসক্লাবের সামনে সিএনজি অটোরিকশা চালক ও সমবায় ফেডারেশনের নামে বরাদ্দকৃত ৫ হাজার রেজিস্ট্রেশন নাম্বার বাস্তবায়ন কমিটির ডাকে গতকাল সিএনজি অটোরিকশা চালকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহŸায়ক মো. আশরাফুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. সাখাওয়াত হোসেন দুলাল। বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য, মো. শহিদুল ইসলাম, মো. ফারুক চৌধুরী, মো. আব্দুল বারেক, মো. আ. জব্বার, মো. কামাল, মো. রফিক, মো. বাবুল প্রমুখ।
সভায় অবিলম্বে সিএনজি অটোরিকশা চালক ও সমবায় ফেডারেশনের নামে বরাদ্দকৃত ৫ হাজার রেজিস্ট্রেশন নাম্বার প্রদান ও চালক মোশাররফের উপর হামলাকারী সিএনজি মালিক কাদের গং-এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাস্তবায়ন কমিটির ৬ দফা দাবি মেনে নেওয়ার জোর দাবি করেন। সভায় আগামী ২২ মার্চ সিএনজি চালকদের বিক্ষোভ মিছিলে সকল শ্রমিকদের অংশগ্রহণের আহŸান জানানো হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছয় দফা দাবিতে সিএনজি অটোরিকশা চালক ও সমবায় ফেডারেশনের মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ